বিশেষ করে ময়মনসিংহের ভালুকা উপজেলার খিরু নদী শিল্পায়নের কালো থাবায় পড়েছে। নদীগুলো শিল্পবর্জ্যে দূষিত হয়ে এখন প্রাণহীন, পানি হয়ে পড়েছে ব্যবহারের অনুপযোগী। এর ব্যতিক্রম নয় ভালুকার অন্যান্য নদী ও খালগুলি। শহরের ইটিপিবিহীন (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) কারখানাগুলির বর্জ্য সরাসরি পড়ছে নদীতে।